হাসপাতালে ক্যান্সার রোগীর আত্মহত্যা

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নয়তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক রোগী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 06:29 AM
Updated : 2 Sept 2014, 06:29 AM
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. নুরুন্নবী (৪০)। বাড়ি লক্ষ্মীপুর।

হাসপাতাল পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় নুরুন্নবী তার স্ত্রী কুসুমের হাত ধরে নবমতলার বারান্দা দিয়ে টয়লেটের যাওয়ার সময় হঠাৎ লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত নুরুন্নবী গত ১৬ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার চিকিৎসককে দেখানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল।

মোস্তাফিজুর রহমান জানান, লাফ দেওয়ার আগে নুরুন্নবীর পেটে ব্যাথা ছিল বলে স্বজনরা জানিয়েছেন।

ছয় বছর বাহরাইন কাটিয়ে অগাস্টের প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন নুরুন্নবী।

তার ছেলে রাকিব বলেন, “বাবা প্রায়ই বলতো- আমার ক্যান্সার হয়েছে। আমি কি আর বাঁচবো!  খামাখা টাকা নষ্ট করে লাভ কি? সকালেও হাসপাতালে বসে এই কথা বলেছিল।”

নুরুন্নবীর তিন ছেলে দুই মেয়ে রয়েছে।

এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে পরিচালক বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।