সিরাজগঞ্জে ছিনতাইয়ের টাকাসহ দুইভাই আটক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ছিনতাই হওয়া এক লাখ ২২ হাজার টাকাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে, যারা ছিনতাইকারী দলের সদস্য বলে দাবি পুলিশের।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 06:11 AM
Updated : 2 Sept 2014, 06:11 AM

কাজিপুর থানার ওসি আব্দুল জলিল জানান, সোমবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হলেও অপর একজন পালিয়ে গেছে।

আটকরা হলো- গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার ছিলিক ছিয়ামপুর গ্রামের হেমায়েত মোল্লা (৩০) ও তার ছোট ভাই এনায়েত মোল্লা (২৬)।

প্রয়াত আব্দুস সালাম মোল্লার দুই ছেলেই আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার গজারিয়া এলাকার বাদশা মিয়া স্ত্রী-সন্তান নিয়ে সোমবার বিকেলের দিকে কাজিপুর মেঘাই এলাকায় যমুনা নদীর ভাঙন দেখতে আসে। সেখান থেকে অলঙ্কার বানাতে দেওয়ার জন্য তাদের স্বর্ণালঙ্কারের দোকানে যাওয়ার কথা ছিল। এজন্য তার স্ত্রী জোস্না খাতুনের হাত ব্যাগে বেশ কিছু টাকা ছিল। পথে তিন জন এসে জোস্নার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়।

খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে ১ লাখ ২২ হাজার টাকাসহ আটক করা সম্ভব হলেও বাকি টাকাসহ একজন পালিয়ে যায়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।