মওদুদ আব্বাস গয়েশ্বর ভাংচুরের মামলায় অভিযুক্ত

গত বছর বিএনপি কার্যালয়ের সামনে ভাংচুর-নাশকতার মামলায় মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক  বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 05:34 AM
Updated : 2 Sept 2014, 06:10 AM

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়া মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ অক্টোবর দিন ঠিক করে দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, যুগ্ম মহাসচিব আমান, বরকতউল্লা বুলু,বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও  যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালও রয়েছেন অভিযুক্তদের মধ্যে। 

অভিযোগ গঠনের আগে আদালতে উপস্থিত ২৮ আসামিকে বিচারক প্রশ্ন করেন-  তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চান।

মওদুদ ও আমান উল্লাহ আমান এ মামলা থেকে অব্যাহতির আবেদন করলেও তা নাকচ করে দেয় আদালত।অভিযুক্ত ৪১ আসামির মধ্যে ১২ জন এখনো পলাতক।

গতবছর ৬ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করে পল্টন থানা পুলিশ।

ঘটনাটি তদন্ত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ১৯ মার্চ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।