ঢাকা থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত আড়াই বছরের এক শিশুকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 07:05 PM
Updated : 1 Sept 2014, 07:05 PM
এসময় এ ঘটনায় জড়িত ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের হলিডে মোড়ের ‘সী ল্যান্ড’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মীর্জা মোক্তার হাসান।    

উদ্ধার হওয়া শিশু আদনান খান মিনার শুক্রবার রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে নিখোঁজ হয়। সে ঢাকার মোহাম্মদপুর এলাকার আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় আটকরা হলেন,  চট্টগ্রামের সাতকানিয়া এলাকা কুতুব উদ্দিন (৩৮),  কক্সবাজারের ঈদগাঁও এলাকার ইয়াসমিন (৩০) ও নিলা (২৫)।

র‌্যাব কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, “শিশুকে অপহরণের পর চক্রটি ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিকাশের মাধ্যমে টাকা দেয়ার কথা বলে কৌশলে শিশুটি উদ্ধার করে ৩ জনকে আটক করা হয়।”

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।