পুলিশের গুলিতে আনসার আহত

রাজধানীর পুরান ঢাকায় পুলিশের সঙ্গে টহল দেয়ার সময় নিজ দলেরই এক সদস্যের শটগানের গুলিতেই আহত হয়েছেন এক আনসার সদস্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 06:36 PM
Updated : 1 Sept 2014, 06:36 PM

গুলিবিদ্ধ আনসার সদস্য মো. আনিস মিয়াকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বিকাল ৫টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় এই ঘটনা ঘটে বলে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

তিনি বলেন, তিন পুলিশ সদস্যদের সঙ্গে আনিস মিয়াও আরমানিটোলায় কর্তব্যে নিয়োজিত ছিলেন। বিকালে তাদের দলটি তিন আরোহীসহ একটি মোটর সাইকেল থামায়। এতে আরোহীরা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে এবং পুলিশকে লাঞ্ছিত করেন।

“পুলিশ আব্দুল্লাহ আল নোমান নামে এক যুবককে আটক করলে, বাকি দুই আরোহী লোকজন জড়ো করে পুলিশের রিকুইজিশন করা গাড়ি ভাংচুর এবং নোমানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে এক পুলিশ সদস্যের শটগান থেকে এক রাউন্ড গুলি বের হয়ে আনিস আহত হন।”

গুলি তার ডান পায়ের হাঁটুতে লাগে বলে জানিয়েছেন ওসি কুদ্দুস।

“পুলিশ নোমানকে গ্রেপ্তার করেছে এবং এএসআই মোস্তফা বাদী হয়ে নোমান, জোবায়ের ও অজ্ঞাত একজনসহ তিনজনের নামে থানায় মামলা করেছেন।”

জোবায়ের ও অজ্ঞাত এক যুবক পলাতক রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা কুদ্দুস।