কর্নেল তাহেরের ভাবমূর্তি নষ্টের অপপ্রয়াসের নিন্দা

কর্নেল তাহেরকে নিয়ে কোন কোন মহল থেকে ‘বিভ্রান্তিকর’ ও ‘অসত্য’ তথ্য পরিবেশনের নিন্দা জানিয়েছে তার স্মৃতিতে গড়ে ওঠা ‘কর্নেল তাহের সংসদ’।  

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 05:32 PM
Updated : 1 Sept 2014, 05:53 PM

সোমবার সংগঠনটির কার্যকরী পরিষদের বৈঠক শেষে তাহের সংসদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ”আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বিপ্লবী শহীদ কর্নেল আবু তাহেরের রাজনীতি, কর্মকাণ্ড ও জীবনী নিয়ে কোন কোন মহল থেকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে।

“এটা কর্নেল তাহেরের মত মহান বিপ্লবীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার এক অপপ্রয়াস মাত্র। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে সংশ্লিষ্ট সকল মহলকে শহীদ কর্নেল তাহেরের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি।”    

সংগঠনের সভাপতি হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে লালমাটিয়াতে অনুষ্ঠিত এই সভায় আলোচনা করেন সহ-সভাপতি মুশতাক হোসেন, সাধারণ সম্পাদক  বীণা শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান মাসুম এবং  প্রচার সম্পাদক রাকিব আহমেদ।

এছাড়াও এই আলোচনায় অংশ নেন দপ্তর সম্পাদক আবু কায়সার যীশু, ওয়েবসাইট সম্পাদক জয়া তাহের নীতু, গ্রন্থাগার সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সাইফুল আলম বাবুল, সালাউদ্দিন রাজ্জাক রানা প্রমুখ।