হাটহাজারীর ইউএনওর বিরুদ্ধে পুলিশের জিডি

চট্টগ্রামের হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 04:37 PM
Updated : 1 Sept 2014, 05:23 PM

হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্থায়ী পুলিশ ব্যারাকে নোটিশ ছাড়া অভিযান চালানো এবং কাপড়, আসবাব ও খাবার বাইরে ফেলে দেওয়ার অভিযোগে ইউএনও ইসরাত জাহান পান্নার বিরুদ্ধে জিডি করা হয়েছে।

“পৌরসভা এখানে নতুন ভবন নির্মাণ করবে বলে জেনেছি। তবে নোটিশ দিলে আমরাই সরে যেতাম। যেহেতু এটা সরকারি কাজ। তবে ইউএনও পরে ভুল বুঝতে পেরেছেন। পুলিশ সদস্যরা এখনো ব্যারাকেই আছেন।”

সোমবার দুপুরে হাটহাজারী পৌর সদরের পুরনো আদালত ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যান ইউএনও ইসরাত জাহান পান্না।

দুপুর আড়াইটা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা অভিযানের পরে ঘটনাস্থলে যান ওসি ইসমাইল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডামের নির্দেশে আমাদের রান্না করা খাবারও ফেলে দেওয়া হয়।”

তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউএনওর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নব্বইয়ের দশকে পুরনো আদালত ভবনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সেখানে অস্থায়ী পুলিশ ব্যারাক গড়ে তোলা হয়, যাতে ট্রাফিক পুলিশ ও থানার রিজার্ভ পুলিশ মিলে মোট ২৫ জন সদস্য বসবাস করেন। 

এবিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি (হাটহাজারী সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পক্ষ থেকে ইউএনওর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ভুল বুঝতে পেরেছেন।”

এবিষয়ে জানতে সন্ধ্যার পর থেকে ইউএনও ইসরাত ‍জাহানের মোবাইল ফোনে একাধিকবার কলা করা হলেও তিনি ধরেননি।