সঙ্গীত পরিচালক ইমনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

তথ্যপ্রযুক্তি আইনে সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় সঙ্গীত পরিচালক শওকত আলি ইমনকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 02:50 PM
Updated : 1 Sept 2014, 02:50 PM

ফাইল ছবি

সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়া আগামী তিন দিনের মধ্যে ইমনকে জিজ্ঞাসাবাদের এই অনুমতি দেন।

আদালতের পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ইমনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

ইমনের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী মোহাম্মদ আলী।

গত ২০ অগাস্ট রাতে ইমনকে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

ইমনের সাবেক স্ত্রী জিনাত কবির তিথি গত ১৮ অগাস্ট ইমনের বিরুদ্ধে আইসিটি আইনে এ মামলা করেন। মামলায় ইমনের বিরুদ্ধে তিথির নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়।