ফারুকী হত্যামামলায় গ্রেপ্তার ইউসুফও রিমান্ডে

নুরুল ইসলাম ফারুকী হত্যামামলায় গ্রেপ্তার ইউসুফ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 02:31 PM
Updated : 1 Sept 2014, 02:31 PM

নুরুল ইসলাম ফারুকী

সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চান।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ওয়ায়েছ কুরুনী খান দুদিনের হেফাজত মঞ্জুর করেন।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের টুকু মিয়ার ছেলে ইউসুফকে (২৫) ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে এ মামলায় গ্রেপ্তার মাহমুদা খাতুন ও শরীফুল ইসলামকে দুদিন করে পুলিশ হেফাজতের অনুমতি দেয় আদালত।

২৭ অগাস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানও উপস্থাপনা করতেন তিনি।

হত্যাকাণ্ডের রাতেই নিহতের ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর থানায় হত্যা মামলা দায়ের করেন।