চট্টগ্রামে নৌ-প্রকৌশলীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

নৌ-প্রকৌশলী আলেক মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আলাদা স্মারকলিপি দিয়েছে নিহতের পরিবার ও ‘এক্স  ক্যাডেট অ্যাসোসিয়েশন’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 01:10 PM
Updated : 1 Sept 2014, 01:10 PM

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদারের কাছে দুটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামীরা এখন গ্রেপ্তার হয়নি। এজন্য সকলের কাছে অজানা আশঙ্কা বাড়ছে।

এছাড়া মামলার বিষয়ে পুলিশ কোনো ধরনের অগ্রগতিও জানাতে পারেনি বলে অভিযোগ করা হয় এতে।

গত ২৭ জুলাই সকালে ‘ইডেন-২’ ফিশিং ভেসেল থেকে সাম্পানে করে শহরে আসার সময় প্রকৌশলী আলেক মিয়াকে মাঝি আব্দুল মান্নান ও তার সহকারী মো. জসীম পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করে বলে অভিযোগ নিহতের পরিবারের।

এঘটনায় নিহত আলেকের স্ত্রী বাদি হয়ে নগরীর সদরঘাট থানায় সাম্পান মাঝি ও তার সহকারীকে আসামি করে একটি মামলা করেন।

‘এক্স  ক্যাডেট অ্যাসোসিয়েশনের’ প্রচার সম্পাদক সুমন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারপ্রাপ্ত কমিশনার স্মারকলিপি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।”

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, কামরুল ইসলাম, আবু তৈয়ব, সাইফুল ইসলাম।