ভারপ্রাপ্ত সচিব হলেন ৩ জন, শিক্ষায় নতুন সচিব

জনপ্রশাসনের তিন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 11:25 AM
Updated : 1 Sept 2014, 11:25 AM

এছাড়া শিক্ষায় নতুন সচিব নিয়োগ দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ খন্দকারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে, এই পদটি সচিব পদমর্যাদার।

অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খানকে শিক্ষা সচিব হিসাবে বদলি করা হয়েছে।

বর্তমন শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক আগামী ১৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

শ্যামল কান্তি ঘোষকে বদলির কারণে শূন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে সোমবার বিকাল পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি।