রাবির পাঁচ কর্মচারী চাকরিচ্যুত

প্রতারণার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 11:03 AM
Updated : 1 Sept 2014, 11:03 AM
রোববার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সিন্ডিকেট সদস্য ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অব্যাহতি পাওয়া কর্মচারীরা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উচ্চমান সহকারী শংকর চন্দ্র সাহা, জিয়াউর রহমান হলের সাধারণ কর্মচারী খালিদ হোসেন সরদার, কম্পিউটার সায়েন্স বিভাগের পিয়ন সেকেন্দার আলী, গণিত বিভাগের পিয়ন হাবিবুর রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের পিয়ন আব্বাস আলী।

আমজাদ হোসেন বলেন, অব্যাহতি পাওয়া কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেয়ার নাম করে বেশ কজন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ আত্মসাত করেন।

পরবর্তীতে চাকরি না পেয়ে ওইসব প্রার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্তে একটি কমিটি করে। কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়।