সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা পীযূষ গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পীযূষ কান্তি দেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 07:45 AM
Updated : 1 Sept 2014, 07:45 AM

কোতোয়ালী থানার ওসি মনিরুল ইসলাম জানান, রোববার রাত ১১টার দিকে তালতলা এলাকার হোটেল ইস্ট এন্ড এর ১০৫ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “রোববার বিকেলে নগরীর তিনটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে  পীযূষের বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার করে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

কোতোয়ালী পুলিশের সহকারী কমিশনার এ কে এম সাজ্জাদ বলেন, পীযূষের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা পীযূষ বেশ কিছুদিন দেশের বাইরে থাকার পর ২০০৯ সালে দেশে ফেরেন। এরপর তিনি আবারো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে সিলেট শহরের জিন্দাবাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে পীযূষের ছবি বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।