পদ্মানদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ১

পদ্মা নদীতে স্রোতের আঘাতে একটি যাত্রীবাহী তলিয়ে যাওয়ার পর নিখোঁজ রয়েছেন এক বৃদ্ধ। এসময় আহত হন অন্তত পাঁচ যাত্রী।   

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 06:27 PM
Updated : 31 August 2014, 06:27 PM

রোববার রাতে শরীয়তপুরের সীমানার পদ্মা নদীতে মাওয়া-কাওড়াকান্দি রুটে এই ঘটনায় নিখোঁজ লাল মিয়া ফরাজীর (৬০) বাড়ি শরিয়তপুরের পালং থানার পশ্চিম তেতুলিয়া গ্রামে। তিনি মৃত তালেব আলী ফরাজির ছেলে।

দুর্ঘটনা কবলিত স্পিডবোটের বেঁচে যাওয়া যাত্রী নিখোঁজ লাল মিয়ার ভাই মো. আলী  জানান,  রাতে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে তাদের তিন ভাইসহ ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

মাঝ পদ্মায় মাগুরখন্ড চ্যানেলের কাছে ঢেউয়ের আঘাতে সেটির তলা ফেটে যায়। এসময় স্পিডবোট চালক মাওয়া ঘাটে ফোন করলে কয়েকটি স্পিডবোট দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করলেও প্রবল স্রোতের টানে তার ভাই লাল মিয়া পদ্মায় ভেসে যান।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খালিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  “ঘটনাস্থল শরিয়তপুরের পদ্মায়। মাওয়া ঘাট থেকে কয়েকটি স্পিডবোট গিয়ে যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে। তবে একজন এখন নিখোঁজ রয়েছে বলে তার স্বজনরা দাবি করছেন।”

সন্ধ্যায় এ নৌ-রুটে স্পিডবোট চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কর্তৃপক্ষের এই আদেশ উপেক্ষিতই রয়ে গেছে।