জিপিএ ৫ আরেক যন্ত্রণা: আসাদুজ্জামান নূর

আমাদের সন্তানদের সঠিক পরিবেশে সঠিকভাবে গড়ে তুলছি না বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 04:04 PM
Updated : 31 August 2014, 04:18 PM

রোববার গাজীপুরে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, এদের জীবনে কোনো আনন্দ নেই, মানবিক গুণাবলির চর্চা নেই।

“একটু বড় হলেই শুরু হয় আরেক যন্ত্রণা। এ যন্ত্রণার নাম হলো জিপিএ ৫ এর যন্ত্রণা।”

বাবা-মার আর শিক্ষকরা তাদের কানের কাছে শুধু জিপিএ-৫ আর জিপিএ-৫ করতে থাকেন, বলেন নূর।

তিনি বলেন, তাদের জীবনে নাটক, সিনেমা, গান, আকাশ, বাতাস, পাখি, ফুল কিছুই নেই। তারা শুধুই ছুটছে জিপিএ ৫ এর পেছনে। কতগুলো বইয়ের পাতা মুখস্থ করা ছাড়া আর তো কিছু শিখছে না তারা।

কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ইতিহাস বিকৃতি, সভ্যতা কী, বাঙালি মানে কী এসব কিছুই তারা শিখছে না।

তাই জিপিএ ৫ পেয়েও তাদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে টিকছে না, বলেন তিনি।

এমন মানুষ দরকার যে হবে পরিবারের প্রতি সহানুভূতিশীল, যে প্রতিবেশীর কথা ভাববে, সমাজের কথা ভাববে, দেশের কথা ভাববে এবং বিশ্বের কথা ভাববে।

কিন্তু সেই মানুষ দেশ পাচ্ছে না। পাচ্ছে শুধু জিপিএ ৫ পাওয়ার মানুষ।

তাদের মধ্যে যারা মেধাবী হচ্ছে, তারা আবার দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি দেয়। এক সময় তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। কারণ তাদের সন্তানদের মন-মানসিকতা তো ওইভাবে গড়ে তোলা হয়নি। ওরা শুধু নিজেকে নিয়েই ভাবতে শেখে।

বিকালে গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে আরো আলোচনা করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন মিয়া, অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।