রাজশাহী পাসপোর্ট অফিসে ১৭ ‘দালালের’ জরিমানা

রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল সন্দেহে ১৭ জনকে আটকের পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 01:03 PM
Updated : 31 August 2014, 01:03 PM

রোববার বিকালে নির্বাহী ম্যাজিস্টেট আলমগীর কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাজশাহী র‌্যাবের এএসপি মীর্জা গোলাম সারোয়ার জানান, পাসপোর্ট অফিসে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারণার দায়ে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

জরিমানার আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেয়া দেয়া হয়েছে বলেও  জানান তিনি ।

দণ্ডিতরা হলেন শহিদুজ্জামান (৩৩), সুমন মিয়া (৩০), আলমগীর শেখ (৩৫), রিয়েল (৩০), শফিউল আলম (৩২), জমিরুল শেখ (৩৩), সানা (৩২), সৌরভ (৩০), শহিদুল (২৬), শিহাব উদ্দিন (২৪), বাবুল মিয়া (৩৫), মানিক শেখ (৫৫), সাইদুর ইসলাম (৩৮), আব্দুর রশিদ মিন্টু (৩২), হানিফ (২৮), দুলাল হোসেন (৩৫) ও মোস্তাক আহমেদ (৩২)।