সাগরে গুলিতে ট্রলার মাঝি নিহত

কুয়াকাটায় কথিত ডাকাতের গুলিতে একটি মাছ ধরা ট্রলারের মাঝি নিহত ও চার জেলে আহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 12:48 PM
Updated : 31 August 2014, 12:48 PM
মহিপুর পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাসেম জানান, রোববার সকালে কুয়াকাটার একশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে গুলিতে নিহত হন ট্রলার মাঝি মাইদুল ইসলাম (৪০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

আহত জেলে সিরাজ মিয়া (৪৮), গজনবী (৪০), মো. শাহ আলম (৩৫) ও মো. মাসুদকে (৪২) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ডাকাতদল একটি ট্রলার নিয়ে এফ বি বসুন্ধরা-৪ নামের ট্রলারটির দিকে গুলি চালাতে থাকে। এসময় বসুন্ধরার মাঝি নিহত ও চার জেলে আহত হয়।

ট্রলারের মালিকের নাম জানাতে না পারলেও ট্রলারটি চট্টগ্রামের এক ব্যক্তির বলে জানান তিনি।

বিকালে ওই ট্রলারযোগে অন্য জেলেরা নিহত ও আহতদের নিয়ে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে পৌঁছে বলে জানান এ পুলিশ সদস্য।