সীমান্তে হত্যার বিচার দাবি

পঞ্চগড় সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি জেলে আকতারুল ইসলাম (৩০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 11:27 AM
Updated : 31 August 2014, 01:12 PM

রোববার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নবাসী এ মানববন্ধন করে।

চাকলাহাট ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধানের নেতৃত্বে মানববন্ধনে নিহত আকতারুলের পরিবারের সদস্য, ইউপি সদস্য, নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে  আকতারুলের অন্তঃসত্ত্বা স্ত্রী জাহানারা বেগম, আজিজুল হক আজিজ, আব্বাস আলী মন্ডল, মন্জু, ওসমান আলী, আনারুল ও আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য দেন।

তারা এই হত্যাকাণ্ডের বিচারসহ নিহতের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার আহবান জানান।

গত ২১ অগাস্ট ভোরে ভারতীয় সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে বিএসএফের সাকাতিপাড়া ক্যাম্পের সদস্যরা আকতারুলকে ধরে নিয়ে যায়। পরদিন তার লাশ ছোট যমুনা নদীর বাংলাদেশ অংশে ভেসে আসে। পরে বিজিবি ও পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।