ময়মনসিংহে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা

ময়মনসিংহ শহরে ব্র্যাক ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 09:42 AM
Updated : 31 August 2014, 09:42 AM

রোববার সকালে ব্যাংকটির নতুন বাজার শাখার কর্মকর্তা-কর্মচারীরা এসে দেয়াল ভাঙা দেখে পুলিশে খবর দেন।

শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় এ সময়ের মধ্যে দুর্বৃত্তরা ভল্ট ভাঙার চেষ্টা চালায় বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, শহরের নতুন বাজারে ব্র্যাক ব্যাংক ভবনের পেছনের দেয়াল ভেঙে দুর্বৃত্তরা ব্যাংকের ভেতরে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করে। সকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢুকে দেয়াল ভাঙা দেখতে পান। শুক্রবার কিংবা শনিবার ব্যাংকে লুটের চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থল সিআইডি পুলিশ ঘিরে রেখে প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেছে। এ শাখায় ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে বলেও জানান তিনি।