হরতালে অচল আখাউড়া, আশুগঞ্জ বন্দর

ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর ও আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 09:40 AM
Updated : 31 August 2014, 12:40 PM

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবেই হরতাল হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার ছিল।

তবে হরতালে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল এবং জেলার আশুগঞ্জ বন্দর থেকে পণ্য পরিবহন ও আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়েছে জেলার স্বাভাবিক কার্যক্রম, জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলায় ইসলামী ছাত্রসেনার কর্মীরা এবং আশুগঞ্জ গোল চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ করে।

হরতাল চলাকালে আশুগঞ্জের উপর দিয়ে কোনো যানবাহন ও বন্দর থেকে কোনো পণ্য পরিবহন করতে দেয়নি হরতালকারীরা।

এছাড়া নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে যানবাহন চলাচল এবং নবীনগরের ছয়টি নৌপথে নৌযান চলাচল বন্ধ থাকে।  

গত ২৭ অগাস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তার দাবিতে রোববার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেয় ইসলামী ফ্রন্টের ছাত্র বিষয়ক সংগঠন ইসলামী ছাত্রসেনা।