সিরাজগঞ্জে মাদক মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

মাদক চোরাচালানের দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 08:12 AM
Updated : 31 August 2014, 08:12 AM

সাজাপ্রাপ্তরা হলেন- আজিজুল হক (৩২) ও মোফাজ্জল হোসেন (৩০)। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সোনাদিঘী গ্রামের বাসিন্দা এ দুই ভাই। তাদের বাবার নাম তোতা মিয়া।

রোববার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শেখ নাসিরুল হক এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল হক সরকার জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুই আসামির প্রত্যেকেকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সাজাপ্রাপ্ত দুই আসামিই পলাতক বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানা সাত লিটার ফেনসিডিলসহ আজিজ ও মোফাজ্জলকে আটক করে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।