মেঘনায় ডুবে যাওয়া জাহাজের অবস্থান সনাক্ত

চাঁদপুরে মেঘনায় ডুবে যাওয়ার পাঁচদিন পর ক্লিংকারবাহী জাহাজ এমভি চিতলমারির অবস্থান সনাক্ত করতে পেরেছে মালিকপক্ষ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 07:47 AM
Updated : 31 August 2014, 07:47 AM

তবে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, ১৫০০ টন ওজন তোলার মতো উদ্ধারকারী জাহাজ না থাকায় চিতলমারি উদ্ধারের আশা অনেকটাই ক্ষীণ।

বিআইডব্লিউটিএ উপপরিচালক মো. মোবারক হোসেন জানান, চাঁদপুরের পুরানবাজার হরিসভা এলাকায় যেখানে জাহাজটি ডুবেছিল সেখানেই রোববার সকালে সেটি সনাক্ত করা হয়।

“মালিকপক্ষ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে জাহাজটির অবস্থান সনাক্ত করে। জাহাজটি ১১০ ফুট পানির নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

‘এমভি হেকমত’ নামের তেলবাহী একটি ট্যাংকারের ধাক্কায় গত ২৬ অগাস্ট সকালে মেঘনা নদীতে ডুবে যায় ১৩০০ টন সিমেন্ট ক্লিংকারবাহী এমভি চিতলমারি।

মোবারক হোসেন বলেন, সিমেন্ট ক্লিংকারসহ ওই জাহাজের মোট ওজন ১৫০০ টন। দেশে এতো ওজন তোলার মতো কোনো উদ্ধারকারী জাহাজ নেই।

তাছাড়া নদীতে প্রবল স্রোত থাকায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জাহাজটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।