সিলেটে নিরুত্তাপ হরতাল

ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকা অর্ধ দিবস হরতাল সিলেটে শান্তিপূর্ণভাবে চলছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 04:20 AM
Updated : 31 August 2014, 04:20 AM

সকালে ছাত্রসেনার কর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে পিকেটিং ও মিছিলের চেষ্টা করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবেই হরতাল চলছে। নগরবাসীর নিরাপত্তায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরতালে ভোর থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে শহর থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।

হরতালের মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৮টার দিকে নগরীর সিটি পয়েন্টে ইসলামী ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ আলী হেলালী ও মহানগর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন হেলালীর নেতৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এর কিছুক্ষণ পর নেতাকর্মীরা কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল করার প্রস্তুতি নেয়। মিছিল শুরুর আগে পুলিশ তাদের ব্যানার কেড়ে নিলে নেতাকর্মীরা কোর্ট পয়েন্ট এলাকা ত্যাগ করেন।