রাঙামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য ‘দুর্বৃত্তদের গুলিতে’ নিহত হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 03:57 AM
Updated : 31 August 2014, 03:57 AM

নিহত শান্তি কুমার চাকমাকে (৬২) নিজেদের সমর্থক দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে সন্তু লারমার দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

নানিয়ারচর থানার এসআই মো. আবদুল আউয়াল জানান, শনিবার গভীর রাতে ঘিলাছড়ি ইউনিয়নের রামহরি পাড়ায় গুলি করে শান্তি কুমারকে হত্যার খবর তারা পেয়েছেন।

“খবর পেয়ে পুলিশ ফোর্স রওনা হয়েছে। তবে থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে বলে পৌঁছাতে দেরি হচ্ছে।” 

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা জানান, শনিবার রাতে শান্তি চাকমাকে কে বা কারা বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। বাসা থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যার পর রাস্তায় লাশ ফেলে রাখা হয়।

পরে নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সহ-সম্পাদক সজীব চাকমা অভিযোগ করেন, তাদের সমর্থক হওয়ায় ইউপিডিএফের কর্মীরা শান্তি চাকমাকে হত্যা করেছে।

তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি বাবলু চাকমা।

তিনি বলেন, “জনসংহতি সমিতির সদস্যরা এর আগেও রামহরি পাড়ায় গিয়ে নিরীহ লোকজনকে গুলি করে হত্যা করেছে। এখন ফায়দা লোটার জন্য নিজেরাই এ ঘটনা ঘটিয়ে আমাদের দোষ দিচ্ছে।”