মদ-বিয়ার পাওয়ার পর গুলশানের ক্যাপিটাল ক্লাবের বিরুদ্ধে মামলা

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ক্লাবে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার বোতল বিদেশি মদ ও শতাধিক কার্টন বিয়ার পাওয়ার পর ক্লাবটির ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 06:25 PM
Updated : 30 August 2014, 06:25 PM

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে অবৈধভাবে মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে র‌্যাবের উপ পরিদর্শক আয়নাল হক বাদি হয়ে ক্লাবটির ২২ জন নির্বাহীর বিরুদ্ধে মামলা করেন।

শুক্রবার রাতে গুলশান-২ নম্বরের ‘ক্যাপিটাল রি-ক্রিয়েশন ক্লাব’-এ অভিযানের সময় ক্লাবটির পাঁচ নির্বাহীকে আটকও করে র‌্যাব।

তারা হলেন- মনিরুল ইসলাম (৪০), নুরুল আলম(৪০), সুধীর কুমার(৩৫), আজিজুর রহমান (৩৪) ও শামীম মিয়া (৩৫)।

ওই মদ ও বিয়ার রাখার কোনো অনুমতি ওই ক্লাবটির ছিল না বলে র‌্যাব জানায়।

ভেজাল ওষুধ তৈরির জন্য ৩ জনের দণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচরে নকল হারবাল ওষুধ তৈরির দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন- মো. নজরুল ইসলাম (৩৮), রেহেনা পারভীন (৩৮) ও মো. আবুল হোসেন (৩০)।

র‌্যাব সদর দপ্তরের উপ পরিচালক রুম্মান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর আশরাফবাদ এলাকার ‘হ্যাপি ফার্মাসিউটিক্যাল ইউনানি’তে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়।

লাইসেন্সবিহীন নকল হারবাল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকায় কারখানাটি সিলগালা করে ওই তিনজনকেই এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।