নীলফামারীতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নীলফামারী সদর উপজেলার বড়গাছা ইউনিয়নের একটি গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে এক শিশু।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 05:41 PM
Updated : 30 August 2014, 05:41 PM
এসময় আগুনে পুড়ে গেছে অন্তত ২৫টি কাঁচাঘরও।

শনিবার রাত ৯টায় ইউনিয়নের শিমুলতলী গ্রামে এই ঘটনা ঘটে বলে নীলফামারী সদর উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন। 

নিহত মোরছালীন সাদ (৭) শিমুলতলী গ্রামেরই তৈয়ব আলীর ছেলে।

নীলফামারী সদরের ফায়ার সার্ভিস বিভাগের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড়ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

"এই ঘটনায় এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ১২টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু টাকার অংকে ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। ধারণা করছি, মশার কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।"   

তবে ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তৈয়ব আলীর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।  এতে ১২টি পরিবারের প্রায় ২৫টি কাঁচাঘর পুড়ে গেছে।"