হরতালে চট্টগ্রামে ১০৫টি স্থানে থাকবে ছাত্র সেনা

ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববারের হরতালে চট্টগ্রামের ১০৫টি ‘পয়েন্টে’ অবস্থান নেবে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত ইসলামী ছাত্র সেনার কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 02:03 PM
Updated : 30 August 2014, 02:03 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে ছাত্র সেনা নেতারা। 

বুধবার রাতে ঢাকার বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাব্বানী বলেন, হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি।

“এমনকি কোনো ধরনের বিশ্বাসযোগ্য পদক্ষেপও নেয়নি।”

হরতালে ইসলামী ফ্রন্ট পূর্ণ সমর্থন দিয়েছে বলেও জানান রাব্বানী।

চট্টগ্রাম নগরীসহ উত্তর ও দক্ষিণ জেলার ১০৫টি স্থানে অবস্থান নিলেও কোনো ধরনের ধ্বাংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না থাকার আশ্বাস দেন তিনি।

“কোনো দুষ্কৃতকারী আমাদের মধ্যে প্রবেশ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে’ বলে সংগঠনের নেতা-কর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহাদাত হোসাইন, কেন্দ্রীয় সহ-সভাপতি ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এইচ এম শহিদুল্লাহ ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নিজামুল করিম সুজন।