জাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৩১ আগস্ট থেকে বাড়িয়ে ২ সেপ্টেম্বর করা হয়েছে।

জাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 01:35 PM
Updated : 30 August 2014, 01:35 PM

এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগে আরোপিত শর্ত শিথিল করা হয়েছে বলেও জানান ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।

২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদনপত্র উত্তোলনের ক্ষেত্রে কয়েকটি বিভাগে বাংলা ও ইংরেজি বিষয়ে পৃথকভাবে ‘এ’ গ্রেড এবং ‘এ-’ গ্রেড পাওয়ার শর্ত দেয়া হয়েছিল।

এসব বিষয়ের ক্ষেত্রে শর্ত কমিয়ে ‘এ-’ গ্রেড এবং ‘বি’ গ্রেড করা হয়েছে।

আগের শর্তের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অনেকেই সংশ্লিষ্ট বিভাগগুলোতে আবেদন করতে না পারায় কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার থেকে কর্মবিরতিসহ ধর্মঘট পালন করে।

বৃহস্পতিবার উপাচার্যের সাথে কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ দেখা করলে উপাচার্য তাদের কাছে ১লা সেপ্টেম্বর পর্যন্ত সময় চান।

এরপর শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে শর্ত শিথিলের এ তথ্য জানানো হয়।