কার্যালয়ে ঢুকে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় কার্যালয়ে ঢুকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 11:41 AM
Updated : 30 August 2014, 11:41 AM

শনিবার দুপুরে এ ঘটনার পর আবু ছায়েদ হক্কু নামের এক ব্যক্তিকে রক্তমাখা ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, বেলা দেড়টার দিকে উপজেলার চাপরাশিরহাটে উন্নয়ন সংস্থা ‘বসতি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত তপন চন্দ্র ভৌমিক (৪৫) ওই সংস্থাটির প্রকল্প পরিচালক এবং কবিরহাট উপজেলার উপদ্দি লামচি গ্রামের কুমদ চন্দ্র দে’র ছেলে।

ওসি সাজিদুর বলেন, চাপরাশিরহাট পূর্ব বাজারে বসতির প্রধান কার্যালয়ে বসে কাজ করছিলেন তপন চন্দ্র ভৌমিক। এ সময় স্থানীয় যুবদলকর্মী আবু ছায়েদ হুক্কু এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

ঘটনার সময় কার্যালয়ে এক নারী কর্মী ছাড়া আর কেউ ছিল না জানিয়ে ওসি আরো বলেন, “খবর পেয়ে স্থানীয়রা গুরুতর অবস্থায় তপন ভৌমিককে জেলা সদরে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকাল ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

গত তিন বছর ধরে বসতিতে কাজ করছেন তিনি। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল এ সংস্থার (বসতি) চেয়ারম্যান।

খুনের কারণ জানার জন্যে আবু ছায়েদ হুক্কুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।