বাল্য বিয়ের অভিযোগে কাজি ও বরের কারাদণ্ড

বাল্য বিয়ের অভিযোগে কুড়িগ্রামে এক বিবাহ নিবন্ধককে দুই দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 10:46 AM
Updated : 30 August 2014, 10:46 AM

শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের খালিসাকালোয়া গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ারেছ আনছারীর ভ্রাম্যমাণ আদালত বরকেও একদিনের কারাদণ্ড দিয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বিবাহ নিবন্ধক মিজানুর রহমান ও বর বিপুল আলী।

এছাড়া কনের মামা আমিনুরকে এক হাজার টাকা জরিমানা করেছে আদালত।

কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, স্থানীয় আবু বক্করও সিদ্দিকের ১৪ বছর বয়সী মেয়ের সঙ্গে হলোখানা ইউনিয়নের সুভারকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে বিপুল আলীর (২১) বিয়ে ছিল শুক্রবার রাতে। এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ারেছ আনছারী বিয়ের আসরে হাজির হয়ে বর ও কনের মামাকে আটক করলে তারা জানায় তিনমাস আগে বিয়ে নিবন্ধন করা হয়েছে।

এ সূত্র ধরে রাতেই বিবাহ নিবন্ধক মিজানুর রহমানকে আটক করে বিয়ে বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ও বরকে কারাদণ্ড এবং কনের মামা আমিনুরকে জরিমানা করা হয়।