বেবী মওদুদের চেহলাম শুক্রবার

সাংবাদিক, লেখক, সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের চেহলাম শুক্রবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 09:40 AM
Updated : 5 Sept 2014, 02:25 PM

প্রয়াত সাংবাদিকের ছেলে রবিউল হাসান অভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে মায়ের বন্ধু, স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের এতে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বেবী মওদুদের ধানমণ্ডির ১০ নন্বর সড়কের ৪৫ নম্বর বাড়িতে চেহলাম অনুষ্ঠিত হবে।

বেশ কিছুদিন ক্যান্সারে ভুগে গত ২৫ জুলাই মারা যান বেবী মওদুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসাবে দায়িত্ব পালন করে আসা এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৬ বছর। 

আনুষ্ঠানিক নাম এ এন মাহফুজা খাতুন হলেও সবাই তাকে চিনতেন বেবী মওদুদ নামে। সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘বেবী আপা’ নামে।      

১৯৬৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত বেবী মওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন।

মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র আন্দোলনে যুক্ত হন বেবী মওদুদ।

১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার আগে ১৯৬৭-৬৮ সময়ে রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন সংগঠনে সক্রিয় ছিলেন ছিলেন বেবী মওদুদ।

নবম জাতীয় সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লাইব্রেরি কমিটির সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখিতে যুক্ত ছিলেন বেবী মওদুদ। লিখেছেন শিশু-কিশোরদের জন্যও। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।