বুড়িমারি বন্দরের সঙ্গে যোগাযোগ শুরু

লালমনিরহাটের আদিতমারিতে সেতু মেরামত শেষে প্রায় ১৪ ঘণ্টা পর বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ ফের চালু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 08:49 AM
Updated : 30 August 2014, 08:49 AM

ফাইল ছবি

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া জানান, শনিবার সকালের দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কের স্বর্ণামতি সেতুর পাটাতন দুটি মেরামত করা হয়েছে।

এর পর সকাল ১১টা থেকে ওই পথ দিয়ে যোগাযোগ স্বাভাবিক হয়। 

তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ওই সেতুর দুটি পাটাতন স্ক্রু খুলে পড়ে গেলে ওই সড়ক দিয়ে ভারি যান চলাচল বন্ধ রাখা হয়।

এ কারণে রাত থেকেই আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা ও বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।