চট্টগ্রামে রিকশা চালকদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ঘোষণার প্রতিবাদ জানিয়ে চালক ও মালিকরা বলেছেন, প্রয়োজনে তারা নগর ভবন, বিআরটিএ ও পুলিশ দপ্তর ঘেরাও করবেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 07:59 AM
Updated : 30 August 2014, 11:02 AM

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ হুমকি দেন তারা। পাশাপাশি সাত দফা দাবিও এসেছে সম্মেলনে।

ব্যটারিচালিত রিকশা উচ্ছেদে রোববার থেকে চট্টগ্রামে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে নগর পুলিশ। শনিবারের মধ্যে ব্যটারি চালিত রিকশা থেকে ব্যাটারি ও মোটর খুলে ফেলারও নির্দেশ রয়েছে।

সংবাদ সম্মেলনের আগে এই ঘোষণার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন রিবশাচালক মালিকরা। 

রিকশা চালক ও মালিকরা বলেছেন, কোন ধরনের রিকশা উচ্ছেদ করা হলে ৩ সেপ্টেম্বর নগর ভবন, বিআরটিএ ও নগর পুলিশ দপ্তর ঘেরাও করা হবে।

সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে রিকশা মালিক সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল কাদের মজুদমার ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স প্রদানসহ চালক-মালিকদের পক্ষে সাত দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে আছে- বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নামে ‘হয়রানি’ না করে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ মিটার প্রদান, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ না করা।

সংবাদ সম্মেলনে কাদের ব্যাটারি চালিত রিকশা চলাচলের জন্য বিশেষজ্ঞ মতামত, রিকশা চালকদের বিনামূল্যে লাইসেন্স প্রদান ও চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এদিকে প্রেস ক্লাব চত্বরে সকাল ১১টা থেকে সাড়ে বারটা পর্যন্ত সমাবেশে সমাবেশে নগরীর কয়েক হাজার রিকশা চালক-মালিক অংশ নেন।

এসময় চেরাগী পাহাড় থেকে জামালখান মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়।