সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরার কলারোয়া ও শ্যামনগরের সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্র শিবিরের স্থানীয় এক নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 04:28 AM
Updated : 30 August 2014, 04:28 AM

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজি মনিরুজ্জামান জানান, শনিবার ভোরের এ ঘটনায় আহত দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদেরমধ্যে একজন শিবির নেতা এবং অন্যজন জলদস্যু।

এরা হলেন-পূর্ব কলারোয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শামসুর রহমান বুলবুল ও কামরুল ইসলাম।

পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানায়, ভোরে কলারোয়ার গোপীনাথপুরে একদল শিবির সদস্য জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে এবং গুলি করে।

পুলিশ পাল্টা গুলি করলে একপর্যায়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই দলে থাকা বুলবুলকে আহত অবস্থায় আটক করা হয়।

এদিকে, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পূর্ব কেয়াখালিতে পুলিশের সঙ্গে আরেক বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় কামরুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত কামরুল জলদস্যু আলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।