সিরাজগঞ্জে দুর্যোগ ও জলবায়ু বিষয়ক কর্মশালা

সিরাজগঞ্জে সাংবাদিকদের জন্য দুর্যোগ ঝুঁকি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 02:50 PM
Updated : 29 August 2014, 02:50 PM

বৃহস্পতিবার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কর্মশালার উদ্ধোধন করেন সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।

শুক্রবার অংশগ্রহণকারীদের সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইপি) উদ্যোগে ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের তত্ত্বাবধানে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন-অভিযোজন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

ইলেক্ট্রনিক ও প্রিন্ট্র মিডিয়ার ৩৫ জন সাংবাদিককে সনদপত্র তুলে দেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস।

এ উপলক্ষে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংবাদিক আব্দুল কুদ্দুস, জাকিরুল ইসলাম সান্টু, হেলাল আহম্মেদ, ফজল-এ খোদা লিটন, এনামুল হক খোকন, আব্দুল মজিদ সরকার, সুলতানা ইয়াছমিন মিলি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন বাবু।