শিশু সাংবাদিকদের কর্মশালা পাবনায়

পাবনায় শিশু সাংবাদিক উৎসবে বাছাই করা শিশুদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 12:15 PM
Updated : 29 August 2014, 01:52 PM

শুক্রবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৩০ শিশু-কিশোর অংশগ্রহণ করে।

হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় উৎসবের বাছাই পরীক্ষা হয় গত শুক্রবার (২২ অগাস্ট)। এতে দেড় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার ছিল বাছাইয়ে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা।

কর্মশালায় সাংবাদিকতার নিয়ম-নীতি, কলা-কৌশল, আইন, সাংবাদিকদের নীতি-নৈতিকতা ও অনলাইন গণমাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।

দুই পর্বের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাছি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শুভার্থী মুস্তাফিজুর রহমান রাসেল ও হাফিজ রতন।

শিশু-কিশোরের পরিচালনায় তাদের জন্য বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘হ্যালো’ জেলায় জেলায় সাংবাদিক বাছাই ও কর্মশালা শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ উদ্যোগে সহায়তা করছে গ্রামীণফোন।

গত ২২ অগাস্ট পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুল কেন্দ্রে শিশু সাংবাদিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।