ইয়াবা উদ্ধার, ৩ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 09:27 AM
Updated : 29 August 2014, 12:02 PM

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার সকালে টেকনাফ পুরাতন ট্রানজিট ঘাট সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন মিয়ানমারের মংডু শহরের নয়াপাড়া এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলম (৪৭), ইতলিপাড়ার নুর আলমের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৫) ও জামন্নাপাড়ার সৈয়দ হোসেনের ছেলে নুর হোসেন (২৫)।

বিজিবি অধিনায়ক আরো জানান, অভিযানে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার ৮৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের এই তিন নাগরিককে আটক করা হয়।

এ ঘটনায় মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।