ককটেল বানানোর সময় বিস্ফোরণ

ফেনীতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 06:48 AM
Updated : 29 August 2014, 06:50 AM

এদের মধ্যে একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দুই জনকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বারাহিপুর সাহেব বাজারের একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি তাজা ককটেল ও বিস্ফোরকের আলামত উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করেছে।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ফেনী পৌরসভার বারাহিপুর সাহেব বাজারের পাশে একটি বাড়ির পরিত্যক্ত ঘরে কয়েকজন যুবক ককটেল তৈরি করছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে মোহাম্মদ রকি (১৮), মোহাম্মদ হেলালসহ (২৬) তিন যুবক আহত হয়। আহত রকিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদ রকি বারাহিপুর সাহেব বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে ও অপর আহত হেলাল ব্রাহ্মণবাড়িয়ার নারায়াণপুর গ্রামের শাহাজান মিয়ার ছেলে।

খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ১০টি তাজা ককটেল ও বিস্ফোরণের আলামত উদ্ধার করে।

পুলিশ জানায়, এঘটনায় জড়িত আহত রকি ও পরিত্যক্ত বাড়ির তত্ববধায়ক আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।