আবৃত্তি একাডেমির উৎসব উদ্বোধন

‘প্রত্যেক বাঙালি হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠার ১৬ বছরপূর্তিতে তিনদিন ব্যাপী আবৃত্তি উৎসবের অয়োজন করেছে ‘আবৃত্তি একাডেমি’।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 05:58 PM
Updated : 28 August 2014, 05:58 PM

বৃহস্পতিবার বিকালে টিএসসিতে ১৬ পাউন্ড ওজনের কেক কেটে ও বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

পরে এক আলোচনাসভায় উৎসব উদযাপন পর্যদের আহ্বায়ক মাসুদ আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি একাডেমির পরিচালক দিলশাদ জাহান পিউলি, সাবেক পরিচালক মৃন্ময় মিজান ও শারমিন ইসলাম জুঁই।

উৎসবের প্রথম দিনে প্রদীপ শোভাযাত্রা ও হন্টন আবৃত্তি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত রণসঙ্গীত সমবেতভাবে আবৃত্তি করা হয়।

উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে আলোচনাসভা, কৃতি সংবর্ধনা এবং আবৃত্তি একাডেমি পদক বিতরণ।

তৃতীয় দিনে আলোচনাসভা, আবৃত্তি প্রতিযোগিতার পর সনদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।