বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালত বর্জন

নেত্রকোণায় এক বিচারকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্চাচারিতার অভিযোগ এনে তার আদালত বর্জন করেছে আইনজীবীরা।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 02:22 PM
Updated : 28 August 2014, 02:22 PM

বৃহস্পতিবার দিনভর জেলা জজ মো. আমিরুল ইসলামের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মো. শহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সভায় বিচারক মো. আমিরুল ইসলামের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত জেলা আইনজীবী সমিতির সকল সদস্যরা এ কর্মসূচি পালন করে।

তিনি আরো জানান, সভায় বিচারক আমিরুলের বিরুদ্ধে আনা অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ না নিলে পরবর্তীতে লাগাতার আদালত বর্জনের কর্মসূচি দেওয়া হবে জানান আইনজীবী সমিতির ওই নেতা।