নওগাঁয় প্রতারণা করে ৪০০ বস্তা চাল আত্মসাৎ, গ্রেপ্তার ৩

নওগাঁয় প্রতারণার মাধ্যমে থেকে ৪০০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 11:30 AM
Updated : 28 August 2014, 11:30 AM

গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর আজাহার পিয়াদার ছেলে লিটন পিয়াদা, সিরাজ হাওলাদারের ছেলে মানিক হাওলাদার ও ঝালকাঠির ইয়াকুব সিকদারের ছেলে ইউনুস সিকদার।

নওগাঁ সদর থানার এসআই আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ঝালকাঠির গলাচিপা উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে লিটন ও ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় ওই এলাকার একটি গুদাম থেকে আত্মসাৎ করা দুইশ' ৯২ বস্তা চাল উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে পটুয়াখালী সদর থেকে মানিক হাওলাদারকেও গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই আফজাল।

তিনি বলেন, গ্রেপ্তাররা ভোলার চাল ব্যবসায়ী ভোলা চৌধুরী ও তার সহযোগীর নামে মিথ্যা পরিচয় দিয়ে নওগাঁর চাউল প্রস্ততকারী প্রতিষ্ঠান সোনালী অটোমেটিক রাইসমিল থেকে ৪০০ বস্তা চাল কেনার চুক্তি করে।

গত ১২ অগাস্ট সাত লাখ ৮৬ হাজার টাকা মূল্যের এসব চাল নিজেদের দেওয়া ঠিকানায় না নিয়ে কৌশলে ঝালকাঠির গলাচিপা উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব ইয়াচিন মিয়ার কাটপট্টি নতুন বাজারের একটি গুদামে নামিয়ে নেয়। পরবর্তীতে তারা চালের মূল্য পরিশোধ না করে আত্মগোপন করে।

এ ঘটনায় অনুসন্ধান চালিয়ে নওগাঁ সদর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং আত্মসাৎ করা চালের মধ্যে দুইশ' ৯২ বস্তা উদ্ধার করে।

এসআই আফজাল আরো জানান, গ্রেপ্তারদের নওগাঁ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হবে।