নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় ১৬ বছর আগের একটি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 08:04 AM
Updated : 28 August 2014, 08:04 AM

নেত্রকোনার অতিরিক্ত দায়রা ও জজ মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- দূর্গাপুরের রামনগর বালুচর গ্রামের সাহেব আলী, ফুলপুর গ্রামের জালাল ও কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের হাছু।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন তিনি।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদির ভূইয়া বলেন, আসামিরা ১৯৯৮ সালের ১২ জানুয়ারি রাতে দূর্গাপুরের আলমপুর গ্রামের আমজাদ হোসেনকে হত্যা করেন।

ঘটনার দেড় মাস আগে আমজাদের সঙ্গে নেশা করা নিয়ে সাহেব আলীর বাবা শাহজাহানের বিরোধ দেখা দেয়। এর জের ধরে ১৯৯৮ সালের ১২ জানুয়ারি রাতে আসামিরা আমজাদকে হত্যা করে স্থানীয় সোমেশ্বরী নদীর বালুচরে লাশ ফেলে যায়।

মৃতদেহ উদ্ধারের পর ছয়জনকে আসামি করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে কামাল হোসেন।

তদন্ত শেষে ওই বছরের ১৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।