তীব্র স্রোতে মাওয়ায় পারাপারে বিঘ্ন

পদ্মায় তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে, দেই তীরে অপেক্ষায় রয়েছে প্রায় দেড়শ’ পণ্যবাহী ট্রাক।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 06:42 AM
Updated : 28 August 2014, 06:42 AM

ফাইল ছবি

বৃহস্পতিবার সকাল থেকে এ রুটে চলছে ১৩টি ফেরি। স্রোতের বিপরীতে চলতে না পারায় বন্ধ রাখা হয়েছে তিনটি ফেরি।

মাওয়া বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, প্রবল স্রোতের কারণে তিনটি ফেরি একেবারেই চালানো যাচ্ছে না। যে ১৩টি ফেরি চলছে- সেগুলোও পূর্ণ গতিতে চলতে পারছে না।

“স্রোতের জন্য পারাপারে সময় বেশি লাগছে। মাওয়া থেকে কাওড়াকান্দি যেতে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা। কিন্তু ফিরতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা।”

বৃষ্টির কারণে সমস্যা আরো বেড়েছে জানিয়ে বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, পারাপারের জন্য যানগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দুই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দেড়শ’ পণ্যবাহী ট্রাক।

উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত এই সমস্যা মিটবে না বলেই শেখর চন্দ্রের ধারণা।