রংপুরে পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণী ব্যক্তিকে সন্মাননা দিল রংপুর শিল্পকলা একাডেমি।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 03:39 PM
Updated : 27 August 2014, 03:39 PM

রংপুর টাউন হলে মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের হাতে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

পদকপ্রাপ্তরা হলেন- নৃত্যকলায় অধ্যাপক আজিজুল ইসলাম, সঙ্গীতে মিলন কুমার ভট্টাচার্য, নাট্যকলায় সাখাওয়াত রাঙ্গা, চারুকলায় অনীক রেজা এবং আবৃত্তিতে এস এম আরিফুজ্জামান।

পদক পাওয়ার অধ্যাপক আজিজুল ইসলাম বলেন, “ নিজেকে বড় গর্বিত মনে হচ্ছে। জীবনের পড়ন্ত বেলায় এসে এই পদক আমার কর্মস্পৃহাকে আরো বেগবান করবে”। 

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল বলেন, “এবারই প্রথম এই পদক প্রদান করা হলো। এখন থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণী ব্যক্তিদের পদক প্রদান করা হবে”। 

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজ) হুমায়ুন কবীর, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, রংপুর জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ।