স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 12:36 PM
Updated : 27 August 2014, 02:16 PM

বুধবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত আসেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।”

শিরীন শারমিন এসময় ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে চীনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রগতি অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে।

“বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে চীন যথেষ্ট গুরুত্ব দেয় এবং বহু বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহী। ভবিষ্যতে বাংলাদেশে চীনের বিনিয়োগ অব্যাহত থাকবে।”

স্পিকার এসময় বলেন, “পারষ্পরিক সফর বিনিময়ে দুই দেশের সংসদ ও জনপ্রতিনিধিদের মাঝে সম্পর্ক আরো জোরদার হতে পারে। তথ্য-প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশের উন্নয়নে এ অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে।”