৭ হাজার টেলিফোনের নতুন নম্বর

রাজধানীর মগবাজার এক্সচেঞ্জের প্রায় ৭ হাজার টেলিফোন ৮ ডিজিটের নম্বরে পরিবর্তিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 12:30 PM
Updated : 27 August 2014, 12:30 PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মগবাজার এক্সচেঞ্জের ৮৩৫ এবং ৮৩৬ গ্রুপের প্রায় ৭ হাজার টেলিফোন নম্বর ৮ (আট) ডিজিটের নম্বর দিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে পরিবর্তন শুরু হবে।

তবে পুরনো নম্বরের শেষ ৪ (চার) ডিজিট অপরিবর্তিত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে বিটিসিএল।

পুরনো নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েব পেইজ www.btcl.gov.bd এ পাওয়া যাবে। নম্বর পরিবর্তনের সাথে সাথে গ্রাহকদের তা জানিয়ে দেয়া হবে।

টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে গ্রাহকদের অফিস চলার সময় ৯৩৫৮৩৫২ ও ৯৩৫৬০৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিটিসিএল।