রাষ্ট্রপতির সঙ্গে ভারতের ডিফেন্স কলেজ প্রতিনিধিদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছে বাংলাদেশ সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 12:29 PM
Updated : 27 August 2014, 12:29 PM

বুধবার বিকেলে মেজর জেনারেল অনুরাগ গুপ্তার নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দলের প্রধান এই সফরের উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“এধরনের সফর দুদেশের সম্পর্ক আরো জোরদার করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।”

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার, জনগণ এবং সশস্ত্র বাহিনীর অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আবদুল হামিদ।

ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।