রাজধানীতে অপঘাতে চারজনের মৃত্যু

রাজধানীর বিভিন্ন স্থানে অপঘাতে চার যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 12:09 PM
Updated : 27 August 2014, 12:09 PM

এরমধ্যে মিরপুর ও যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন এবং কামরাঙ্গীর চর ও উত্তর যাত্রবাড়ীতে অপর দুজন মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরপুরের ঘটনায় আবুল কালাম আজাদ (২১) নামে এক রাজমিস্ত্রী এবং যাত্রীবাড়ীর ঘটনায় মো. কালাম (২৬) নামের এক চা দোকানী মারা যান।

কামরাঙ্গীর চরে নিহতের নাম সাদ্দাম (২৩) ও উত্তর যাত্রাবাড়ীর একটি স্টিল মিলে মারা লিটন (২২)।

পরিদর্শক মোজাম্মেল জানান, মিরপুরের শেওড়াপাড়া অলি মিয়ার টেক বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজাদ।

এছাড়া চা দোকানি কালাম সায়দাবাদ মুসলিম হোটেলের গলিতে নিজের চা দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আরো জানান, দুপুরে কামরাঙ্গীর চর থেকে সাদ্দামকে তার ভাই সেলিম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম স্ত্রী সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।

একই সময় উত্তর যাত্রাবাড়ীর রহমানিয়া স্টিল মিলের শ্রমিক লিটনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কাজ করার সময় ওপর থেকে ভারি কোন বস্তু লিটনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলে এ মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মোজাম্মেল।