যুদ্ধাপরাধী আলীম নিবিড় পরিচর্যা কেন্দ্রে

শ্বাসকষ্ট দেখা দেয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আব্দুল আলীমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 07:44 AM
Updated : 27 August 2014, 07:45 AM
জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার তাকে আইসিআইতে নিয়ে ফুসফুস থেকে পানি বের করা হয়েছে।”

স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসাবে একাত্তরে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর দায়ে গত বছর ৯ অক্টোবর আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ আনা হলে এর মধ্যে নয়টিতে তার সংশ্লিষ্টতার প্রমাণ পায় আদালত।

বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে রায়ের দিন থেকেই তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছে।