অপহরণের ১৫ ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার

গাজীপুরের কাশিমপুর থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 07:16 AM
Updated : 27 August 2014, 07:16 AM
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে টঙ্গীর সাতাইশ খা পাড়া এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার পারভেজ (৭) কাশিপুরের বাড়েন্ডা মোল্লা মার্কেট এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী শহীদুল্লাহর ছেলে।স্থানীয় মাজন প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সে।

এসআই হাফিজ বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে স্কুল থেকে পারভেজকে নিয়ে যায় অপহরণকারীরা। পরে পারভেজের মা পারভীন বেগমের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে অপহৃতের চাচা আব্দুল কুদ্দুস জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ রাত ১১টার দিকে টঙ্গীর সাতাইশ খাঁ পাড়া এলাকার জিয়া টেলিকম সেন্টার নামের একটি বিকাশের দোকানের সামনে থেকে পারভেজকে উদ্ধার করে।

অপহরণকারী ওই দোকানে মুক্তিপণের টাকার জন্য অপেক্ষায় থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায় বলে এসআই হাফিজ জানান।